গত ০৯ মে ২০২৪ তারিখে জনাব, রতন কুমার ঘোষ, সদস্য, জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ, স্রেডা মহোদয়ের নেতৃত্বে জনাব মো: রেজাউল হক, পরিচালক, জ্বালানি নিরীক্ষা, স্রেডা ও জনাব তৌফিক রহমান, সহকারী পরিচালক, স্ট্যান্ডার্ডস এন্ড লেবেলিং, স্রেডা, জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ খাতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে Shanta Holdings Ltd, Dhaka, এ স্থাপিত জ্বালানি দক্ষ যন্ত্রপাতি: Energy Efficiency Glass, Lift এবং Chiller এর বর্তমান অবস্থা পরিদর্শন করেন এবং উক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে “Energy Efficiency & Conservation Potential in Building Sector”- শীর্ষক একটি সেমিনার পরিচালনা করেন। উক্ত সেমিনারে জ্বালানি সাশ্রয় বিষয়ে যথাযথ নির্দেশনা দেওয়া হয়।